আবু সায়েম, কক্সবাজার
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন জোয়ারিয়ানালা রেঞ্জ এবং রামু উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ৩০ ঘনফুট অবৈধ কাঠ ও বিভিন্ন প্রজাতির ১৮ টি বল্লী উদ্ধার করা হয়েছে। ২৬ আগষ্ট বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ সোহেল রানা, রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা,জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু সহ যৌথ অভিযান পরিচালনা করে জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বিটে মালাপাড়া এলাকায় কাঠ চোরদের প্রতিরোধ করে প্রায় ৩০.২০ ঘনফুট কাঠ এবং বিভিন্ন প্রজাতির ১৮ টি বল্লী জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। বনবিভাগ এবং রামু উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিজিবি, বিশেষ টহল দল,ফাঁসিয়াখালী ও কক্সবাজারের স্টাফগণ অংশগ্রহণ করেন। বনবিভাগ সূত্র জানায়, জোয়ারিয়ানালা বিটের মালাপাড়া এলাকায় কাঠ চুরি করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তড়িৎ অভিযান চালিয়ে কাঠ চোরদের প্রতিরোধ করে অবৈধ কাঠ এবং বিভিন্ন প্রজাতির বল্লী জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু বলেন,বনবিভাগের মাঠ পর্যায়ের বনকর্মীরা রাত দিন পরিশ্রম করার পরেও কাঠ চুরের সিন্ডিকেটরা যে কোন সুযোগ পেলেই কাঠ চুরিতে সংঘবদ্ধ হয়।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ জোয়ারিয়ানালা বিটের মালাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করা হয়েছে।সংশ্লিষ্ট আসামি এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ সোহেল রানা বলেন, বনবিভাগ সরকারি বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার, এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রায় ৩০ ঘনফুট কাঠ এবং ১৮ টি বল্লী উদ্ধার করা হয়েছে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ২৭আগস্ট ২০২১/ এইচ