চন্দনাইশে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা আদায়

0
353

প্রতিনিধি, চন্দনাইশ

চট্টগ্রামরে চন্দনাইশ উপজলোয় অবধৈভাবে শঙ্খ নদী হতে বালু উত্তোলন ও সরকারী বিধী নিষেধ অমান্য করার কারনে মোবাইল র্কোট পরিচালনা করে ১ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মাহফুজা জরেনি। জানা যায়, ২৫ আগষ্ট দুপুরে দোহাজারী পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি মামলায় এ সব জরমিানা করা হয়। জরিমানা কৃতদের মধ্যে রয়েছে শঙ্খ নদী থেকে অবৈধ  ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ব্যবস্থাপনা আইনে হালশিহর ঈদগাহ’র মৃত আবদুল গফুররে ছেলে মোঃ জাহদেকে ৫০ হাজার, কুমল্লিার চান্দিনার মৃত আবুল কাশমেরে পুত্র মোঃ জসিম উদ্দিন ৫০ হাজার, সরকারী বিধি নিষেদ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় দোহাজারী হ্যাপি ফর্মেসীর মোঃ ইমনকে ৩ হাজার, খাজা ফার্মেসীর আবদুল গফুরকে ২ হাজার, জাহদে ফার্মেসীর জাহেদকে ১ হাজার এবং ৫ জন ক্রেতাকে ১ হাজার ৪ শত টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৭ হাজার ৫শ টাকা জরমিানা আদায় করা হয়। চট্টগ্রাম জেলা প্রিতিনিধি (দক্ষিণ): চট্টগ্রামের চন্দনাইশ উপজলোয় । অবৈধভাবে শঙ্খ নদী হতে বালু উত্তোলন ও সরকারী বিধীনিষেধ অমান্য করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করনে, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা জরেনি।

আলোকিত প্রতিদিন/ ২৭আগস্ট ২০২১/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here