শরীয়তপুরে ১৫০ফিট শেখ হাসিনার সোনার তরী নৌকা উদ্বোধন

0
337
প্রতিনিধি, শরিয়তপুর
শরীয়তপুরে নৌকা বাইচের জন্য তৈরী করা হয়েছে ১৫০ ফিট দৈর্ঘ্যের নৌকা। নৌকাটির নাম রাখা হয়েছে শেখ হাসিনা সোনার তরী। শুক্রবার(২৭আগস্ট) সকাল ১০ টায় সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নতুন হাটের কীর্তিনাশা নদীতে নৌকাটি ভাসিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার সোনার তরী দেখতে ভীর করেছে হাজার হাজার উৎসুক জনতা। এর আগে গত বুধবার স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপু শেখ হাসিনার সোনার তরীতে চড়ে কীর্তিনাশায় আনন্দ উল্লাস করেন। শুক্রবার আংগারিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম সরদার ফিতা কেটে শেখ হাসিনার সোনার তরী উদ্ধোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন আংগারিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান সরদার, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল মালেক সরদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সরদার, সদর উপজেলা যুবলীগের সহ সম্পাদক মো. বাচ্চু হাওলাদার, আংগারিয়া ইউনিয়নের যুবলীগের সহ সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, আংগারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ফজল সরদার, ৬ ওয়ার্ডের সাবেক মেম্বার মেছের সরদার, যুবলীগ নেতা মো. দানেশ খান, নতুন হাট বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নান খান। ১৫০ ফিট দৈর্ঘ্যের নৌকাটি তৈরী করেছেন খায়েরচর গ্রামের আব্দুল জব্বার তালুকদার। তিনি বলেন, শেখ মুজিবকে ভালোবেসে, শেখ হাসিনাকে ভালোবেসে নৌকাটি তৈরী করেছি। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় করে নৌকাটি তৈরী করেছি, দেশবাসী আমাকে সহযোগিতা করেছেন, এই নৌকা অপু মিয়ার, এই নৌকা শেখ হাসিনার, নাম রেখেছি শেখ হাসিনার সোনার তরী। উদ্ধোধন শেষে মো. জাহাঙ্গীর আলম সরদার বলেন, নৌকা বাইচ বাঙালির ঐতিহ্য। বর্তমানে মানুষ বিভিন্ন কারণে এই ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। বর্ষা মৌসুমে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে ও সাধারণ মানুষকে আনন্দ দিতেই এই নৌকা। শীগ্রই নৌকা বাইচের প্রতিযোগিতা হবে।
আলোকিত প্রতিদিন/ ২৭আগস্ট ২০২১/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here