গলাচিপায় মাছের পোনা অবমুক্ত ও বিরতণ

0
356

প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী):
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর দ্বিতীয় দিনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার গলাচিপা সরকারি পুকুরসহ ৩২টি মস্জিদ, মন্দির, মুক্তিযোদ্ধা খাল এবং বিভিন্ন সরকারি জলাশয়ে চার’শ ২৭ কেজি রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, মুক্তিযোদ্ধা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ধলা), গলাচিপার থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, বিভিন্ন মস্জিদ-মন্দির কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক সৎস্য চাষিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ২৯ আগস্ট, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here