দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ

0
275
প্রতিনিধি, দিনাজপুর:
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদ্বোধন করলেন দিনাজপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাকী।
২৯ আগস্ট রোববার জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর দিনাজপুর পুলিশ লাইন পুকুরে ও দিনাজপুরের ঐতিহ্যবাহী রাম সাগর দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম সদর  উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ , সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, জেলা মৎস্য দপ্তরের  সহকারী পরিচালক ফয়সাল আযম , সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানি দাস প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here