চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের কাজ চলছে : শিক্ষা উপমন্ত্রী

0
279
প্রতিনিধি,চট্টগ্রাম :
চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৮ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিটের (এইচডিইউ) উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, অবকাঠামোই শুধু হাসপাতাল নয়, মূল বিষয় হচ্ছে চিকিৎসাসেবা। সরকার হাসপাতালের উন্নয়নে কাজ করছে। জেনারেল হাসপাতালকে যেন মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিণত করতে পারি সেই চেষ্টা চলছে। আশা করছি তা করতে পারবো। শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগের ফলে চট্টগ্রামের হাসপাতাল গুলোতে উন্নয়ন হয়েছে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হচ্ছি। চট্টগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন। তাই প্রধানমন্ত্রী বিশেষভাবে চট্টগ্রামে টিকার পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোগে এবং বিএসআরএম এর আর্থিক সহায়তায় এই এইচডিইউ স্থাপন করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের সঞ্চালনায় ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসআরএম এর উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া।
আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here