প্রতিনিধি,নড়াইলঃ
নড়াইলের সীমাখালী এলাকায় লিয়াকত শিকদার হত্যার ঘটনায় আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়ছে। নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতদের আসামী করে এ মামলা দায়ের করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানায় আসমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন যার মামলা নং -২৩, ২৯আগস্ট ২০২১। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
আলোকিত প্রতিদিন/ ৩০ আগস্ট ২০২১/ আর এম