বঙ্গবন্ধুর খুনি মোশতাকের গ্রামের বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ

0
367
আবু বকর সিদ্দিক :
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলা করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার প্রায় সাড়ে ১১ ঘটিকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায় যে, বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্তের দাবিতে কুমিল্লার দাউদকান্দি  উপজেলার দশপাড়া এলাকায় খুনি মোশতাকের বাড়ি ঘেরাও সহ প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করা হয়। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের সকল সম্পত্তি বাজেয়াপ্ত, মরণোত্তর বিচারসহ কবর স্থান অপসারণের দাবিতে মোশতাকের প্রতিকৃতিও ঘৃণা প্রদর্শন করে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় উপজেলা আওয়ামীলীগ। এ সময় দাউদকান্দি উপজেলার দশপাড়া এলাকায় বঙ্গবন্ধু ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান উপজেলা চেয়ারম্যান  মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিল মিয়া, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকেই। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অন‍্যান‍্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও।
আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ,২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here