আবু সায়েম, কক্সবাজারঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন পিএমখালী রেঞ্জ এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালি পাচার কালে বালিভর্তি ডাম্পার আটক করা হয়েছে। সোমবার(৩০ আগস্ট) রাত ৯:৩০ এর সময় পিএমখালী রেঞ্জে রেঞ্জ কর্মকর্তা আব্দুল জব্বার এর নেতৃত্বে অভিযান চালিয়ে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালি পাচার কালে বালিভর্তি ডাম্পার আটক করা হয়। অভিযানে পিএমখালী সদর বিট অফিসার, দিঘিরঘোনা বিট ও স্টাফগণ অংশগ্রহণ করেন। কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক সোহেল রানা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে বালি পাচারের সময় বালিসহ ডাম্পার আটক করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট আসামী ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন,বনবিভাগ সরকারি বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার, এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগ স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।