অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

0
362

প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবিয়া আক্তার জুঁই (১২) অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন। ৩১ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার নিয়ামতপুর এলকায় এ দুর্ঘটনা ঘটে।
শিক্ষার্থী জুঁই করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের জুয়েল কিশোরের মেয়ে। সে আলহ্বাজ এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী ছিলেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম দুর্ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি জানান,খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ট্রাক্টর ও এর চালক শরীফকে (২৯) আটক করেছে। তবে এঘটনায় এখনও কোন মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে কিশোরগঞ্জে-চামটা বন্দর সড়ক পার করে দিয়ে তাঁর মা ফিরে আসেন। এর কিছুক্ষণ পরেই জুঁই রাস্তার পাশ দিয়ে হেঁটে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বালুবোঝাই ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই জুঁইয়ের মৃত্যু হয়।

 

আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here