প্রতিনিধি,নড়াইল :
নড়াইলে এক এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে । যৌতুক লোভী স্বামী অমানবিক নির্যাতন করে গালে বিষ ডেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিত গৃহবধূর বাবা। নির্যাতিত ওই গৃহবধূর নাম অনুপা বিশ্বাস। তার বাপের বাড়ি নলদি ইউনিয়নের মতিনগর গ্রামে। জানা যায়, ১০ মাস আগে সামাজিক ভাবে বিয়ে হয় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের দেবাশিষ বিশ্বাসের সাথে। দেবাশিষ বিশ্বাসের অন্য নারীর সাথে পরকীয়া প্রেম থাকায় বিয়ের কিছু দিন পর থেকে অনুপার প্রতি নির্যাতন চালাতে থাকে। তাকে তার বাপের বাড়ি হতে নগত অর্থ আনতে বলে। সংসারে ভাল থাকার আশায় বাবার নিকট হতে কয়েক বার মোটা অংকের টাকাও এনে দিয়েছে অনুপা। কিন্তু তাতেও মন গলাতে পারেনি পাষান্ড ওই স্বামীর। গত বৃহস্পতিবার ( ২৫ আগষ্ট) বাবার বাড়ি হতে পুনরায় টাকা এনে দিতে বললে অনুপা অস্বীকার করলে তাকে গালে মুখে চড় মেরে গালে বিষ ডেলে দেয়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে অনুপা কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ২০২১/ আর এম