মোস্তাফিজার রহমান:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননী বিশ বছর বয়সী এক নারীর সাথে দীর্ঘদিন ধরে দৈহিক মেলামেশা করার পর অন্যত্র বিয়ে করায় প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত ২৯ আগস্ট ফুলবাড়ী থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
অভিযোগ সূত্রে গেছে, উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর স্ত্রী এক সন্তানের জননী এক নারীর সাথে দীর্ঘদিন থেকে দৈহিক মেলামেশা করে আসছেন। বিয়ে প্রতিশ্রুতি রক্ষায় জাহাঙ্গীর ওই নারীকে তার স্বামীকে তালাক দিতে বলেন। তিন মাস আগে সরল মনে জাহাঙ্গীরের কথায় বিশ্বাস করে ওই নারী তার স্বামীকে এক তরফা তালাক দেন। এরপর একই গ্রামে তার বাবার বাড়ীতে চলে আসেন। বাবার বাড়িতে আসার পর বিয়ের জন্য চাপ দিলে জাহাঙ্গীর টালবাহনা করতে থাকেন। এমতাবস্থায় গত ২৭ আগস্ট রাতে জাহাঙ্গীর খুব তারাতাড়ি তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সাথে আবারও দৈহিক মেলামেশা করেন।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারিরিক মেলামেশা করার মাত্র একদিন পর ২৮ আগস্ট রাতে জাহাঙ্গীর অন্যত্র বিয়ে করে বাড়ীতে বউ নিয়ে আসেন।প্রতারণার এমন ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবির কথা অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযোগকারী ওই নারী জানান, জাহাঙ্গীর আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়ায় আমি স্বামীকে তালাক দিয়েছি। এখন সে আমার সাথে প্রতারণা করে তার মামাতো বোনকে বিয়ে করেছে। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারিরিক মেলামেশা করেছে। তার কারণেই আমার সংসার ভেঙ্গে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
ভুক্তভোগী ওই নারীর মা জানান, জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করেছে। ওর কারণে আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে গেছে। সে একটা প্রতারক। আমরা তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি বলে তার পরিবারের লোকজন আমার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ও আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।আমাদের গ্রামছাড়া করতে চাচ্ছে। আমি এই প্রতারক জাহাঙ্গীরের বিচার চাই।
এ বিষয়ে কথা বলতে প্রেমিক জাহাঙ্গীরের ব্যবহৃত (০১৭৩৫-২২২৫১৩) মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট, ২০২১/ দ ম দ