মার্কিন সেনামুক্ত হলো আফগানিস্তান

0
475

আলোকিত ডেস্ক :

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দীর্ঘ ২০ বছরের আধিপত্য জীবনের শেষ হল মার্কিনিদের। যদিও ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা থাকলেও ৩০ আগস্ট বিকাল সাড়ে ৩টার মধ্যেই মার্কিন সেনাবাহিনী কাবুল বিমান বন্দর ছেড়ে চলে যায়। মার্কিন সেনাদের নিয়ে শেষ প্লেন কাবুল বিমানবন্দর ত্যাগ করার পরই ফাকা গুলি ছুড়ে উল্লাস করে তালেবান। গোটা দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে। যেই তালেবান কে হটিয়ে ‍যুক্তরাষ্ট্র সমর্থীত নতুন সরকার দেশ পরিচালনা করে আসছিল সেই মার্কিন সেনাবাহিনী চলে যেতেই পুরো আফগানিস্থান এখন তালেবানদের হাতে। কাজেই ইতিহাসই বলে দেবে মার্কিনিদের এই অভিযানে আফগানিস্তানের কী পরিবর্তন এসেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনই তালেবানের সঙ্গে কাজ করবে না । তালেবান বৈধতা অর্জন করলেই কেবল তাদের সঙ্গে কাজ করা যেতে পারে। জো বাইডেন একটি টুইটে দাবি করেন, গত ১৭ দিনে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এয়ারলিফ্ট সম্পন্ন করেছে। তুলনাহীন সাহস, পেশাদারিত্ব, সংকল্পের সঙ্গে তারা এই কাজ করেছে। এবার আফগানিস্তানে ২০ বছরের সেনা-অবস্থানের অবসান হলো। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উগ্রো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে হামলা শুরু করে। পরবতীতে ২০২১ সালের মে মাসে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন পহেলা সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনাকে দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন। সবশেষে ৩০ আগস্ট সকল মার্কিন সেনা দেশে ফিরে যান। ফলে কাবুল সহ পুরো দেশ এখন তালেবানদের দখলে।

আলোকিত প্রতিদিন/ ৩১ আগস্ট ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here