চট্টগ্রামে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
315
প্রতিনিধি,চট্টগ্রাম :
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাক আহমদ খানের নেতৃত্বে র‌্যালি সহকারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম’র স্মৃতি বিজড়িত ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জনগণের করোনা টিকা নিশ্চিত করতে ব্যর্থ সরকার জনদৃষ্টি অন্যদিকে ফিরাতে শহীদ জিয়ার বিরুদ্ধে কুটক্তি ও ষড়যন্ত্রে লিপ্ত। জনগণ সরকারের চালাকী খুব ভালভাবে জানে ও বুঝে। শহীদ জিয়ার বিরুদ্ধে কুটক্তি ও ষড়যন্ত্র রুখে দিবে জনতা। বিএনপির গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ হোউক গণতন্ত্র মুক্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে নিজেদের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন এনামুল হক এনাম, চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, আব্দুল গাফ্ফার চৌধুরী, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, এড. শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এম. আব্বাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, বিএনপি নেতা আলহাজ্ব মোঃ হাসান চেয়ারম্যান, চেয়ারম্যান আবুল কালাম আবু, সরওয়ার হোসেন, মোঃ ইফতেখার, আব্দুর রহিম, মহিউদ্দিন কাজল, আবুল হোসেন, হারুন রশিদ, আহমদুল হক সিকদার, মোস্তাক আহমদ, মেহেদী হাসান সুজন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ফোরকান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম, সদস্য সচিব মাহফুজুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এড. তৌহিদুল আলম মাসুদ সহ প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১ সেপ্টেম্বর ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here