ত্রিশালে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
305

প্রতিনিধি,ত্রিশাল(ময়মনসিংহ) :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভায় ত্রিশাল উপজেলা বিএপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ আমীনের সভাপতিত্বে ও উপজেলা ওলামাদলের সভাপতি শাহাদাৎ হোসেন শামীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান, সাবেক সহ-দপ্তর সম্পাদক কামরুল ইসলাম বিএসসি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও যুবদল নেতা মাজাহারুল ইসলাম জুয়েল, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি হুমায়ুন কবীর, শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, কানিহারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসমত আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু  সালেম মুছা, পৌর ছাত্রদলের আহবায়ক আমিরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

আলোকিত প্রতিদিন/ ১ সেপ্টেম্বর ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here