পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

0
451
দুমকি, প্রতিনিধি (পটুয়াখালী) : বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব  দূর করি” এই শ্লোগানকে সামনে নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১। বৃহঃবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নীলকমল লেকে মাসের পোনা অবমুক্ত করণের মাধ্যমে কর্মসূচি শুভ উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত। পরে একাডেমিক ভবনের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্র্যালী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, অত্র এলাকার মাছ চাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নিতে হবে যাতে মানুষের পুষ্টি চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ, বৈদেশিক মুদ্রা আয় সহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমুদ্র বিজয় কে আরো অর্থবহ করন, সামুদ্রিক মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিতকরণ, সুনীল অর্থনীতি ও ডেল্টা পরিকল্পনা বাস্তবায়ন পবিপ্রবির মৎস্য বিজ্ঞান অনুষদ শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here