ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাছ শিকার

0
417
প্রতিনিধি, ফটিকছড়ি:
২০২০ সালে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মান উনয়নের মাধ্যমে রুই জাতীয় মাছের নিরাপত্তা নিশ্চিতকরণ ও গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল সংরক্ষণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড় ও মানিকছড়ি উপজেলা, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী উপজেলা এবং পাঁচলাইশ থানার মধ্য দিয়ে প্রবাহিত হালদা নদী এবং নদী তীরবর্তী ৯৩ হাজার ৬১২টি দাগের ২৩ হাজার ৪২২ একর জমিকে বঙ্গবন্ধু হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। সরকারের গেজেট অনুযায়ী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ এলাকায় ১২টি শর্ত দেওয়া হয়েছে।
ফটিকছড়িতে বর্তমানে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে দিন দুপুরে প্রশাসন কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে এক শ্রেনির লোক প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার হারুয়ালছড়ি,সুন্দরপুর, পাইন্দং,ভুজপুর এবং নারায়নহাটে বিভিন্ন স্থানে একাধিক নৌকা ব্যবহার করে বালু উত্তোলন করে তা বিক্রি করছে অসাধু মহল। নাম প্রকাশে অনিচ্ছুক নদীর চরের এক বাসিন্দা জানায়, তারা ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে এইসব করে বেড়াচ্ছে।
৮ আগস্ট (রোববার) দুপুরে ফটিকছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন- ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন, পাহাড়কাটা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। দুষ্ট চক্রগুলো প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব করে যাচ্ছে। আমি প্রসাশনকে আরো বেশি তৎপর হওয়ার নির্দেশ দিচ্ছি। যেকোনো মূল্যে এসব বন্ধ করতে হবে। ফটিকছড়িকে বাঁচাতে হবে।’
অতিরিক্ত বালু উত্তোলনের ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে হালদা নদীর মৎস্য ক্ষেত্র, হালদা নদী ভাঙন রোধে চলমান সিসি ব্লক স্থাপন ও বেড়িবাঁধ স্থাপনে ১৫৭ কোটি টাকার প্রকল্প ভেস্তে যাচ্ছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সাথে কথা হলে তিনি বলেন- এখানে অবৈধ বালু মহল চলবে না। এটার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি, এখানে আইন অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো, প্রয়োজনে কোর্ট পরিচালনা করবো।
আলোকিত প্রতিদিন/ ২ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here