দশ টাকা ভাড়ার জন্য রিক্সা চালককে কুপিয়ে হত্যা

0
477

প্রতিনিধি বেগমগঞ্জ

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা গনিপুর গ্রামে রিকশা চালককে ভাড়ার জন্য  কুপিয়ে হত্যা করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায় বুধবার বেলা ৩টায় দিকে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার গনিপুর ৫নং ওয়ার্ডের নাদুমিয়ার বাড়ির হেদায়েতুল্লার ছেলে মোরশেদ আলম ওরফে মুস্সা,একই গ্রামের বাসিন্দা মৃত ছাদুমিয়ার ছেলে রিক্সা চালক আবুল হোসেন ওরুপে হোসেন চৌমুহনী রেলগেইট থেকে উত্তর – পশ্চিম গনিপুর মানিক্কার দোকানের সামনে গেলে রিক্সা ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মুস্সা চালকে গলা উপর বড় চা দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে স্হানীয় লোকেরা হোসেন কে হাসপাতালে নিলে ডাক্তার জানায় প্রচুর রক্তক্ষরণে পথেই মারা গেছে। খুনির ফাঁসি চেয়ে স্হানীয় রিক্সার চালকেরা তাত্ক্ষণিক  মিছিল বের করে। এবং রেলগেইট থেকে দোফাবাড়ির পোল সড়ক অবরোধ করে গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পরে এস আই জামাল এসে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাংবাদিক ও প্রশাসনের কাছে মৃত পরিবার এ হত্যাকান্ডেের সুস্থ বিচার দাবী করে ।

আলোকিত প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর,২০২১/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here