প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ):
ঢাকা-আরিচা মহাসড়কের আরিচা ঘাট ট্রাফিক মোড় থেকে চার লেন রাস্তা ও ড্রেণ নির্মানের জন্য সড়ক ও জনপথ বিভাগ গতকাল বুধবার (১৫ সেপ্টম্বর) উত্তর পার্শ্বের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদেয় আগে অবৈধ স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য নোটিশ জারি ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থাপনা ও গাছ-পালা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ সহায়তা করেন। জানা গেছে, আরিচার ৪নং ঘাট থেকে শিবালয় থানা ট্রাফিক মোড় পর্যন্ত ১৮০ মিটার ড্রেণ নির্মাণ কাজ শেষ হয়েছে। ট্রাফিক মোড় থেকে বোয়ালী ডাক্তারখানা সেতু পর্যন্ত ড্রেনের বাকি অংশ নির্মানের জন্য অবৈধ স্থাপনা উচ্ছদ অভিযান শুরু হয়। সওজ বিভাগের উথলী সেকশন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ড্রেনের সাথে চার লেন রাস্তার কাজ দ্রুত শুরু হবে। উচ্ছেদের প্রথম দিনে প্রায় ১টি মন্দির, ৩০টি ঘর-বাড়িসহ বিভিন্ন গাছপালা উচ্ছেদ করা হয়। ভূক্তভোগী নারায়ন চন্দ্র শীল জানান যে, শিবালয় শীল পাড়া রক্ষাকালী মন্দিরটিতে তারা দীর্ঘ চল্লিশ বছর ধরে ধর্মীয় কর্মকান্ড পালন করে আসছে। মন্দিরটি উচ্ছেদ অভিযানে ভেঙ্গে যাওয়ায় এবং নতুন করে মন্দিরটি স্থাপনা করা নিয়ে তারা চিন্তিত। তারা আশাবাদী স্থানীয় প্রশাসনসহ জন প্রতিনিধি ও সরকার তাদের নতুন করে রক্ষাকালী মন্দিরটি স্থাপন করতে সাহায্য সহযোগীতা করবে।
আলোকিত প্রতিদিন/১৬ অক্টোবর-২১/এসএএইচ