সিরাজদিখানে হারপিক খেয়ে আত্মহননের চেষ্টা

0
315

প্রতিনিধি,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হারপিক খেয়ে বৃষ্টি আক্তার (৩০) নামে এক তরুনী আত্মহননের চেষ্টা করেছে মর্মে খবর পাওয়া গেছে। সে নাটেশ্বর গ্রামের সরদার বাড়ীর মোক্তার হোসেন মেয়ে। গত শনিবার ১৮ সেপ্টেম্বর সকালে উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় ওই তরুনীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ মির্ডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের সরদার বাড়ীর মোক্তার হোসেন মেয়ে বৃষ্টি আক্তার (৩০) ও একই ইউনিয়নের কাজিরবাগ গ্রামের মৃত কবির হোসেন ছেলে সাকিব (২৪) এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। সেই সুবাদে তাদের সাথে প্রায় সময় দেখা স্বাক্ষাতসহ মুঠোফোন কথা বার্তা হতো। গত শনিবার সকালে সাকিবের দেওয়া একটি মোবাইল ফোন বৃষ্টির কাছ থেকে নিতে সাকিবের দুই বোন বৃষ্টিদের বাড়ীতে যায়। মোবাইল ফোন দেওয়া না দেওয়া নিয়ে বৃষ্টির সাথে সাকিবের দুই বোনের বাকবিতন্ডার এক পর্যায়ে বৃষ্টি বাড়ির টয়লেটে গিয়ে হারপিক খেয়ে আত্ম হত্যার চেস্টা করে। এ ঘটনায় বৃষ্টির বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন। মালখানগর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আওলাদ হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে পুরোপুরি জানি না। মেয়েটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। জানা মতে মেয়ের বাবা থানায় অভিযোগ করেছে। আজকে তাদের বাড়ীতে পুলিশ আসছিলো।
বৃষ্টির বাবা ভুক্তভোগী মোক্তার হোসেন জানান, সকালে সাকিবের ফোন বন্ধ পেয়ে তাদের বাড়িতে গেলে সাকিবের মাসহ বাড়ির লোকজন অপমান করে বৃষ্টিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে এ ঘটনা ঘটে। থানায় অভিযোগ করেছি। পুলিশ এসেছিলো। বিস্তারিত আরো ঘটনা আছে যা সামনাসামনি না হলে বলা যাচ্ছে না। এব্যপারে অভিযুক্ত সাকিব ও তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিরাজদিখান থানার এসআই মোঃ বিল্লাল জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে গিয়ে জানতে পারি বৃষ্টি প্রায় একমাস আগে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসে। তাদের সাথে বিয়ের আগে সম্পর্ক ছিলো। সকালে সাকিবের দুই বোন বৃষ্টিদের বাড়ীতে মোবাইল নিতে আসে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে বৃষ্টি তাদের বাড়ীর টয়লেটে গিয়ে হারপিক খেয়ে আত্ম হত্যার চেষ্টা করে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি আছে। সে ফিরে এলে ঘটনার বিস্তারিত বলা যাবে।

আলোকিত প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here