নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ব্যস্ত সময় পার করছেন নৌকার মাঝি জহিরুল ইসলাম জুয়েল

0
350
প্রতিনিধি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে  খুব শীঘ্রই। নির্বাচনকে ঘিরে ইউনিয়নে শুরু হয়েছে সাজ সাজ রব ও ঈদ উৎসবের মতো, প্রার্থীরা দিনরাত ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। অল্প ভোটের ব্যবধানে নির্বাচন থেকে সরে দাড়ানো সাবেক চেয়ারম্যান প্রার্থী মরহুম চাঁন মিয়া সাহেবের ছোট ভাই একজন প্রগতিশীল তরুণ চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি হতে যাওয়া জহিরুল ইসলাম জুয়েল আবাল বৃদ্ধ, বনিতার মন জয় করে নির্বাচনের নৌকার  দৌড়ে এগিয়ে থাকা জুয়েল,  রয়েছে সমাজের প্রতিটি নৈতিক কাজে , দুঃখী মানুষের পাশে। করোনাকালীন সময়ে, খাবার ,অর্থ, ঔষ্ধ পৌঁছে দিয়েছে সাধ্যমতো। জহিরুল  ইসলাম জুয়েল বড় ভাই  মরহুম চাঁন মিয়ার  আদর্শকে বুকে ধারণ করে  স্বাস্থ্য সেবাকে জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের জন্য দান করেছেন একখন্ড জমি, যা বর্তমান সময়ে বিরল উদাহরণ। করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো, খাদ্য সামগ্রী, মাস্ক বিতরণ, চিকিৎসা সেবা সহয়তা, শিক্ষা সংস্কৃতিতে ও খেলাধুলায় সবার পাশে থাকা, মাদকের বিরুদ্ধে এক প্রতিবাদী কন্ঠের নাম জহিরুল ইসলাম জুয়েল। একটি বেরকারি সংস্থার ১০০০ মানুষের মধ্যে চালানো জরিপে দেখা যায় প্রায় ৭০০ মানুষ জহিরুল ইসলাম জুয়েলের পক্ষে পজেটিভ মতামত প্রদান করেছেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে নির্বাচন বন্ধ থাকার কারণে প্রচারণা থেকে সরে এসেছিলেন প্রার্থীরা নতুন করে  নির্বাচনের ঘোষণার পর আবারও সরব হয়ে উঠেছেন চেয়ারম্যান ও মেম্বার পদের প্রার্থীরা। করছেন উঠান বৈঠক, হাট-বাজারের চায়ের দোকানগুলোতে উত্তাপ ছড়াচ্ছে নির্বাচনের। এখন পর্যন্ত প্রতিদ্বন্ধিতা করবেন এমন কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে নৌকার প্রার্থী হিসেবে জহিরুল ইসলাম জুয়েল, ধানের শীষের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান , এ বিষয়ে সাবেক চেয়ারম্যান প্রতিদ্বন্ধিতাকারী মরহুম চাঁন মিয়ার ছোট  ভাই নৌকার প্রার্থী জহিরুল ইসলাম বলেন, আমি একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে রশিদাবাদ ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি ,জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করলে তাদের জন্য আমার নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তত। তাই সকল জনগণের কাছে একটাই চাওয়া আমি নির্বাচনের মাঠে আছি আপনার আমাকে একটু সহায়তা করুন। আমি সাধারণ মানুষের পাশে থেকে রশিদাবাদ ইউনিয়নবাসীর জন্য কাজ করে যেতে চাই।
উল্লেখ যে, রশিদাবাদ ইউনিয়নে মোট ভােটারের সংখ্যা ৩০৬৮৭ জন এর মধ্যে  মহিলা ভোটারের ১১ হাজার ১১ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১৯ হাজার ৬৮৬ জন।
আলোকিত প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here