প্রতিনিধি,বগুড়া:
র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১৬.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী দক্ষিণপাড়াস্থ জনৈক মোঃ বকুল সোনার (৪২), পিতা-মৃত মোহাম্মদ আলী সোনার এর ধানের চাতাল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আঃ গফুর মন্ডল (৩৫), পিতা-মোঃ জামাল মন্ডল, সাং-হরিনা মন্ডলপাড়া, থানা- সারিয়াকান্দি , জেলা-বগুড়া’কে মোট ৮৮ পিস ইয়াবা এবং মোবাইলসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ