ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে দিলপাশার ইউনিয়নে প্রার্থী হচ্ছেন যারা

0
303
প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা):
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন নিয়ে  ভোটারদের মন জয় করার জল্পনা কল্পনায় রঙ মিশিয়ে হ্যান্ডবিল,  রঙিন পোস্টার, বিলবোর্ড ব্যানার বানিয়ে   মিটিং সিটিং সভা সমাবেশ মতবিনিময় সভা ওয়ার্ড থেকে ওয়ার্ড, গ্রাম থেকে গ্রামে উঠান বৈঠক, কুশল বিনিময়ে  ভোটারদের বাড়ীতে বাড়ীতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের আনাগোনায় সরগরম এখন ভাঙ্গুড়া উপজেলার হাট বাজার দোকান পাট ও চায়ের স্টলে। সরকারি দলের বর্ধিত সভা  ওয়ার্ড পর্যায়ে মত বিনিময় সভা সমাবেশ মিছিল মিটিং সুস্পষ্টভাবে বলে দেয়  ইউপি নির্বাচন অতি নিকটে।
ভাঙ্গুড়া উপজেলার   বিশাল সংখ্যার জন গোষ্ঠীর দিলপাশার ইউনিয়নে প্রার্থী হিসেবে জোরেশোরে পথ চলছেন  অত্র ইউনিয়ন  আওয়ামী লীগের  সাধারণ  সম্পাদক বর্তমান  চেয়ারম্যান বাবু অশোক কুমার ঘোষ প্রণো ইউনিয়ন আওয়মী লীগের সাংগঠনিক  সম্পাদক  মোঃ আব্দুল হান্নান, বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের  সন্মানিত সদস্য তুখোড়  যুবনেতা মোঃ মাসুদ রানা, জনপ্রিয় জননেতা আব্দুর রকিব খান পলাশ বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী নেতা মোঃ শাহ আলম খান।
বসে নেই ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতৃত্ব। নেতা  কর্মী জনসংযোগ করছেন নিয়মিত। নাম প্রকাশে অনিচ্ছুক  ইউনিয়ন বিএনপির  নেতৃত্বের অনেকেই জানান এই সরকারের অধীনে দলের সিদ্ধান্ত মোতাবেক আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটবে।   বিএনপি নেতা মোঃ আব্দুল হাই সাহেবের  নামে গুঞ্জন থাকলেও তাকে মাঠে দেখা যায়নি।
২৭ সেপ্টেম্বর তফসিল ঘোষণা হবার কথা রয়েছে। দলের সিদ্ধান্ত দলীয় মনোনয়ন পেতে মরিয়া সকল প্রার্থী। এখন অপেক্ষার পালা কে কে হচ্ছেন দলীয় আর কে কে হচ্ছেন বিদ্রোহী প্রার্থী আর কে কে হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।
আলোকিত প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here