মাটিরাঙ্গায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

0
393
প্রতিনিধি,মাটিরাঙ্গা 
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হেদায়েত উল্লাহ। তিনি এসময় পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আাহবান জানান। মাসিক আইন শৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মনছুর আলী,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর,২০২১/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here