অতীতের সবকিছু ভুলে সবাই আহমদ শফীর আদর্শকে আঁকড়ে ধরি : আনাস মাদানি

0
291

আলোকিত ডেস্ক:হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত হেফাজত কমিটি বিলুপ্ত হয় নি বলে দাবি করেছেন তাঁর ছেলে মাওলানা আনাস মাদানী।আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আহমদ শফীর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

বাবার রেখে যাওয়া আমানত ‘হেফাজতকে’কারো কাছে বিক্রি করা হয় নি উল্লেখ করে তিনি বলেন, আল্লামা শফীর আমানত হাটহাজারী দারুল উলুম মাদরাসা। হেফাজতে ইসলামও তাঁর আমানত। এই হেফাজত ইসলাম আমরা কারো কাছে বর্গা দিইনি। কারো কাছে বিক্রিও করিনি। আল্লমা শফী হেফাজতের প্রথম যে কমিটি দিয়েছিলেন তা বিলুপ্তি হয় নি। এই হেফাজত এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আসুন আমরা সবাই আল্লামা শফীর আদর্শকে আঁকড়ে ধরি। অতীতের সবকিছু ভুলে একে অপরকে ক্ষমা করে দিই। আমরা সবাই এক হওয়ার চেষ্টা করি। এক হয়ে আমরা সবাই যেন ভাই ভাই হয়ে চলতে পারি।

আনাস মাদানি আরও বলেন, সরকারের কাছে অনুরোধ করব আমার বাবাকে হত্যার ঘটনায় আদালতে যে মামলা হয়েছে তার যেন সুষ্ঠু তদন্ত হয়। যারা দোষী তারা যেন বিচারের কাঠগড়ায় আসে। তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। আল্লামা আহমদ শফীকে যারা হত্যা করেছে তারাই হাটহাজারী মাদরাসাকে ধ্বংস করছে। মাদরাসার সম্পদ অপচয় হচ্ছে। যারা আল্লমা শফীর মৃত্যুর আগ মুহূর্তে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের মাদরাসায় জামাই আদারে রাখা হচ্ছে। তাদের জন্য মাদরাসার হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে।

 

আলোকিত প্রতিদিন // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here