আজ বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ দূর্যোগগ্রস্থ ক্ষুদ্র জীবিকা সহায়তা প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে মত বিনিময় 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

  দিনাজপুর প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি)’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড’র অর্থায়নে “বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকার, ন্যায় বিচার ও প্রাপ্যতা নিশ্চিতকরণ” প্রকল্পের আওতায় কোভিড-১৯ দূর্যোগগ্রস্থ ক্ষুদ্র জীবিকা সহায়তা প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সিডিডি ঢাকা অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাখী বড়ুয়া বলেন, ২০২০ সালের মার্চের শেষের দিকে বাংলাদেশে করোনা ভাইরাস শুরু হওয়াতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও তাদের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে আমরা করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা তৈরী করা, খাদ্য সহায়তা, বিভিন্ন সহায়ক উপকরণ প্রদান করা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বৃদ্ধিমূলক কাজে সহায়তা করার জন্য নগদ অর্থ ও ব্যবসা উপকরণ দিয়ে আমরা সহযোগিতা করেছি। এরই অংশ হিসেবে সিডিডি প্রকল্প সহায়তা হিসেবে আয় বৃদ্ধিমূলক কাজের জন্য আনুমানিক ৩২ লক্ষ টাকা জীবিকা সহায়তা প্রদান করা হয়েছে। জীবিকা সহায়তা প্রাপ্ত প্রতিবন্ধীরা তাদের অবস্থা, সফলতা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে বক্তব্য রাখেন আব্দুল বারেক, মোঃ সিরাজুল ইসলাম, স্বপ্না রায়, বাবু ইসলাম, হাবল মহন্ত, বিপুল মহন্ত, রজিনা বেগম ও সীমা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া বিনতে আজীজ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্ব পরিচালনা করেন সিডিডি ঢাকা অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুরুল করিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর প্রকল্প অফিসার শৈলেন চন্দ্র রায়। তাকে সহযোগিতা করেন প্রজেক্ট অফিসার কৃষ্ণ কান্ত রায়।

আলোকিত প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর,২০২১/ এইচ

- Advertisement -
- Advertisement -