শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন

0
384

 প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা পরিষদ সদস্য ও আংগারিয়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসমা আক্তার আংগারিয়া ইউপির তিনটি স্কুলে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রায় তিনশত ফলজ ও ঔষধি গাছ রোপন করেছেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। গাছ পরিবেশ ও মানুষের বেঁচে থাকার প্রধান উপকরণ। মানবিক প্রধানমন্ত্রীর জন্মদিনে তাই আমার এই উদ্যোগ। আশা করি এই ফলজ ও ঔষধি গাছ থেকে মানুষ ও প্রকৃতি উপকৃত হবে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা মোড়ল, ইউনিয়ন যুবলীগের সভাপতি খোকন মোড়ল,  চরচটাং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, তুলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মাহবুব, তুলাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়বুর রহমান, সমাজ সেবক নজরুল ইসলাম হাওলাদার, শাখওয়াত হোসেন মোড়ল, আলী আশরাফ সরদার, ওলিল তালুকদার, ফিরোজ বেপারী,ইস্কুলের ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা।

আলোকিত প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর,২০২১/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here