আলোকিত ধর্ম ডেস্ক: কালোবাজারি বা হুন্ডির মাধ্যমে লেনদেন করা বৈধ। তবে এ বিষয়ে সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করা হয়ে থাকে। অথচ বৈধ বিষয়ে সরকারি বিধান অনুসরণ আবশ্যকীয়। সে কারণে কালোবাজারি পরিত্যাগই শ্রেয়। এরপরও যদি কেউ এভাবে লেনদেন করে, তাহলে তা হারাম বা নাজায়েয হবে না। হুন্ডির মাধ্যমে কেউ করে নিলে, সেটা বৈধ হবে। যদি তাতে ধোঁকা ও প্রতারণা না থাকে। (জাদিদ মুআমালাত কে শরয়ি আহকাম : ১-১৩৯)
আলোকিত প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর,২০২১/ আতারা