ফেনী প্রতিনিধি:
ফেনী জেলা কারাগারে এক কয়েদির আকস্মিক মৃত্যুর খবর গেছে। নিহত মফিজুর রহমান (৬১) জেলার সোনাগাজী উপজেলার চরখোঁয়াজ এলাকার আমিনুল হকের ছেলে। ফেনীর জেলসুপার আনোয়ারুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি নিহত মফিজ দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার ভোরে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কয়েদির মৃত্যু হয়।
আলোকিত প্রতিদিন/ ১ অক্টোবর, ২০২১/ দ ম দ