আলোকিত ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী বিজ্ঞাপনমুক্ত না হলে আজ (১অক্টোবর) শুক্রবার থেকে দেশে কোনো বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার হতে পারবে না। এদিকে আজ থেকেই বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি কোনো চ্যানেল দেখা যাচ্ছে না । ইতোমধ্যে বিভিন্ন ক্যাবল অপারেটর চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে নোটিশ দিয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেল ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এই তথ্য জানিয়েছিলেন।
আলোকিত প্রতিদিন // আতারা