নিজস্ব প্রতিবেদক: টানা তিনটি সিরিজ জয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ।আলোয় আলোকিত টাইগাররা।তবে সে আলোতে ব্যক্তিগত পারফমেন্স দিয়ে তেমনটা ভাগ বসাতে পারেন নি সৌম্য সরকার। জিম্বাবুয়ের সফরে তিন ম্যাচের দুটিতেই ফিফটি করেছিলেন তিনি। সেখান থেকে ফিরে ছন্দপতন ঘটে তার। অপরিচতি হয়ে ওঠে ঘরের মাঠও।দেশের মাটিতে দুটি সিরিজ একেবারেই ভাল যায় নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে করেন ২৮ রান। নিউজিল্যান্ডে বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে সুযোগ পান ১ ম্যাচে। সে ম্যাচে করেন মাত্র ৪ রান। বিশ্বকাপের আগে ব্যাট হাতে আবারও চেনা ছন্দে ফিরতে অনুশীলনে বাড়তি মনোযোগ সৌম্যর।
শুক্রবার সংবাদমধ্যমের মুখোমুখি হয়ে সৌম্য বললেন, ‘স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স করা, উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি। আমরা গত যে দুই সিরিজে খেলেছি, সেখানে উইকেট অনেক কঠিন ছিল। স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। গত অনুশীলন সেশনগুলোতে উইকেট ভাল ছিল। বড় শটস খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি।’
সৌম্য আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে (বিশ্বকাপে) মানিয়ে নিতে পারবে। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে।’
আলোকিত প্রতিদিন // আতারা