সোহেল রানা চৌধুরী, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার আসর থেকে নগদ টাকা ও তাসসহ ৪ জন জুয়াড়িকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার ১নং বেপারী পাড়ার মৃত রমজান খাঁর ছেলে মো. জুলহাস খাঁ (৫০), গোয়ালন্দ উপজেলার ২ নং বেপারী পাড়ার মৃত মজিবর ফকিরের ছেলে হবি ফকির (৩৯), দৌলতদিয়া হোসেন মন্ডল পড়ার মো. হারুন মৃধার ছেলে মো. হাসেম মৃধা (৩৩),ফরিদপুর কোতোয়ালি থানার শিবরামপুরের মো. জলিল শেখের ছেলে মো. রিপন শেখ (৩৩)। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, শুক্রবার ভোররাত ৫ টার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন এ.এস.আই (নিঃ) ফারুক হোসেন। এসময় তিনি জানতে পারেন দৌলতদিয়া পতিতালয়ের মহন মোল্লার গলির সায়মদ্দিন বোডিংয়ের ১৭ নং কক্ষে একদল জুয়াড়ু টাকা দিয়ে জুয়া খেলছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন নগদ টাকা ও তাসসহ ৪ জুয়াড়িকে আটক করে পুলিশ। সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার এ.এস.আই (নিঃ) ফারুক হোসেন জানান, তাদেরকে ১৮৬৭ সালের জুয়া আইনে ৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১ অক্টোবর, ২০২১/ দ ম দ