বাবুগঞ্জ প্রতিনিধি
অলীকুলের শিরমনি পীরানে পীর দস্তগীর মাহাবুবে সোবাহানী কুতুবে রাব্বানী গাউছে সামদানী শেখ সৈয়দ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) ভক্ত হযরত আব্দুল ছালাম শাহ আল কাদরী (রঃ) এর ১১ তম উরস মোবারক ও ইসলামী জলসা বাবুগঞ্জের রামপট্রি মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত উরস মোবারক ১ লা অক্টোবর ১৬ ই আশ্বিন শুক্রবার ভোর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গন নানা রঙের বাতির সাজ সজ্জা করা হয়েছে। সারা দিন ব্যাপী মিলাদ মাহফিল, জিকির আছকার, কোরান ও হাদীসের আলোকে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও শুক্রবার সারাদিন ব্যাপী মাজারে তবারক বিতরন কার্যক্রম চলেছে। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত ছোট আবুল সরকার ও মুক্তা সরকার বাউল ও ধর্মীয় গান পরিবেশন করেছেন। এই বাৎসরিক উরস মোবারক তত্ত্বাবধানে ছিলেন দরবার গদীনিসি আলহাজ্ব মোহাম্মদ নান্নু মিয়া।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ বাবুল হাওলাদার, সভাপতিত্ব করেন মোঃ হারুন অর রশিদ। এছাড়াও উরস মোবারক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ খালেদ হোসেন স্বপন, আরও উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ আক্তারুজ্জামান মিলন, রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জালাল হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম মাস্টার। বিশেষ দায়িত্বে ছিলেন উরস মোবারক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। মোনাজাত শেষে উরস মোবারক অনুষ্ঠান সমাপ্ত হবে। এ বছর উরস মোবারক অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার লোকের সমাগম হয়েছে বলেছেন দরবার গদীনিসি আলহাজ্ব মোহাম্মাদ নান্নু মিয়া ও সভাপতি মোঃ হারুন অর রশিদ। প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে নিরাপত্তার জন্য মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছিল।
আলোকিত প্রতিদিন/ ০২অক্টোবর,২০২১/ এইচ