শ্রীনগরে দুর্গা পূজা মন্ডপে পুলিশের জরুরী ফোন নম্বরসহ ফেস্টুন

0
269
 প্রতিনিধি, শ্রীনগর-মুন্সীগঞ্জ
তথ্য দিন, সেবা নিন” এই শ্লোগানকে সামনে রেখে, আসছে শারদীয় দুর্গা পূজার উৎসব বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন পূজা মন্ডপে পুলিশের জরুরী ফোন নম্বর সম্মিলিত ফেস্টুন সাটানো হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন (পিপিএম) এর নির্দেশে শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭৭টি পূজা মন্ডপে শ্রীনগর থানা পুলিশের তত্বাবধানে এসব ফেস্টুন সাটানো হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, শারদীয় দুর্গা পূজা উৎসবকে সামনে রেখে যে কোন অপ্রিতীকর ও নাশকতামূলক ঘটনা এড়াতে পূজা মন্ডপে জরুরী নম্বরসহ এসব ফেস্টুন সাটানো হয়েছে। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষনিক পুলিশ সদস্য, আনসার, গ্রাম্য পুলিশসহ স্বেচ্ছাসেবী সদস্যগণ দায়িত্ব পালন করবেন। শ্রীনগর থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি। (জরুরী ফোন নম্বর, বিট পুলিশ, ডিউটি অফিসার ০১৩২০০৯৩৪৮৩, ওসি (শ্রীনগর থানা) ০১৩২০০৯৩৪৭৮, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) ০১৩২০০৯৩৩৪৪৯, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ মুন্সীগঞ্জ), ০১৩২০০৯৩৩০২, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ ০১৩২০০৯৩৩০০, জাতীয় জরুরী সেবা, ৯৯৯)।
আলোকিত প্রতিদিন/ ০২অক্টোবর,২০২১/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here