কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে দুষ্কৃতকারীদের আঘাতে জুনায়েদ (২৮) নামের এক পাহারাদার খুন হয়েছে ।
রোববার (৩ অক্টোবর) ভোরের দিকে তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের সাজিয়াবিল জলমহাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ অক্টোবর দিবাগত রাতে কোন এক সময় দুবৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
জুনায়েদ উপজেলার দিগদাইড় গ্রামের সাদত আলীর ছেলে এবং স্থানীয় সাজিয়াবিল জলমহালের পাহারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০২ অক্টোবর) দিনগত রাতে স্থানীয় সাজিয়াবিল জলমহালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জুনায়েদ। রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। রোববার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। জলমহালের বিরোধ নিয়ে কোনো পক্ষ পাহারাদার জুনায়েদকে হত্যা করে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন সরকার জানান, নিহত জুনায়েদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন // আতারা