আন্তর্জাতিক ডেস্ক: এবার আফগানিস্তানের স্কুলগুলোতেও নারী নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে তালেবান। এর আগে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপর এমন সিদ্ধান্ত নেয় তারা। শনিবার দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্কৃতি কমিশনের সদস্য নূর মোহাম্মদ মোতাওয়াকিলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদসংস্থা তোলো নিউজ। তবে কবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। টাইমস অব ইন্ডিয়া।
মোতাওয়াকিল বলেন, ‘নারীরা কীভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারে এবং নারী শিক্ষার্থীরা কীভাবে স্কুলে যেতে পারে, তা ঠিক করতে সরকার নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রেখেছে।’এদিকে ছেলেদের স্কুল খোলার দুই সপ্তাহের পরও মেয়েদের স্কুলে ফেরার ব্যাপারে কিছুই জানায়নি তালেবান সরকার। অথচ তীর্থের কাকের মতো তাদের ঘোষণার অপেক্ষায় রয়েছে হাজার হাজার মেয়ে শিক্ষার্থী।
আলোকিত প্রতিদিন // আতারা