বিসিবি’র নির্বাচনে এমপি দুর্জয়ের বিজয়

0
466

সৈয়দ এনামুল হুদা:

শেরেবাংলায় আজ বুধবার ৬ (অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হল।

যেন নতুন রূপে সেজেছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ব্যানার-ফেস্টুনে ছেয়েছিল পুরো স্টেডিয়াম। নির্বাচনি উত্তাপ গায়ে মাখতে সকাল থেকেই প্রার্থীদের সমর্থকেরা বিসিবিতে ভিড় জমিয়েছিলেন। এই নির্বাচনকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিকসহ বেশ কয়েকজন পরিচালকের সমর্থকদের মিছিল করতেও দেখা গেছে। সমর্থকদের স্লোগানে মুখরিত ছিলো পুরো স্টেডিয়াম এলাকা।

এরমধ্যে ক্যাটাগরি-১ ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এবং তানভীর টিটু।

বুধবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় শেষ হয় বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। মিরপুরের হোম অব ক্রিকেটে সকাল ১০টায় শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকেই প্রার্থী আর তাদের সমর্থকদের পদচারণায় ভরে যায় গোটা স্টেডিয়াম পাড়া। করোনার কারণে পোস্টাল আর ই-ভোট দেওয়ার সুযোগ থাকায় মোটে ৭০ জন কাউন্সিলর সশরীরে ভোট দেন।

নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দুপুর ২টায় বিসিবিতে আসেন নাজমুল হাসান পাপন। এ সময় পাপনকে ফুলেল শুভেচ্ছা জানান সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিসিবি প্রাঙ্গণ।

এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ এ পরিচালক পদে লড়ছেন পাপন। নির্বাচনের মূল আকর্ষণ মূলত এই ক্যাটাগরিকে ঘিরেই।

উল্লেখ থাকে যে, বিসিবি পরিচালক পদে নির্বাচিতরা হচ্ছেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।

কাউন্সিলররা ২৩ জন পরিচালক নির্বাচন করবেন, দুইজন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দ্বারা মনোনীত হবেন। এই ২৫ জন নির্বাচিত পরিচালক পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন সভাপতি নির্বাচন করবেন, যার নির্দেশনায় আগামী চার বছর দেশের ক্রিকেট পরিচালনা করবেন।

আলোকিত প্রতিদিন/৬ অক্টোবর-২১/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here