আবু সায়েম ( কক্সবাজার ) : গতকাল বুধবার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি পাচারের দায়ে বালিভর্তি ১ টি ডাম্পারসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, হোয়াইক্যং উপজেলার বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
বিষয়টি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নজরে আসলে তিনি অভিযানের নির্দেশ দেন।পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে হোয়াইক্যং উপজেলার বিটকর্মকর্তা, বনকর্মী, হেডম্যান ও ভিলেজারদের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি পাচারের দায়ে ডাম্পারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা তারেক রহমান কায়েস জানান,-অবৈধভাবে বালু পাচারের দায়ে ১টি ডাম্পার আটক করা হয়।ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, -অবৈধভাবে বালু পাচার আর অবৈধ ডাম্পারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরওয়ার আলম বলেন , অবৈধ বালু উত্তোলন, সরকারি বন ভূমি জবরদখলমুক্ত , পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ রয়েছেন।তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধও জানান তিনি। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন // আতারা