ধামইরহাটে পুলিশের অভিযানে ১০টি ভারতীয় গরু সহ আটক ২

0
301
 প্রতিনিধি,ধামইরহাট-নওগাঁ
নওগাঁর ধামইরহাটে পুলিশের অভিযানে ১০টি ভারতীয় গরু সহ ২ জনকে আটক করা হয়েছে। সম্প্রতি সীমান্তে বিজিবির নজরদারি ঢিলে ঢালা হওয়ায় চোরাকারবারিদের দৌরাত্ন বেড়ে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। জানা গেছে, ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদার নেতৃত্বে এস, আই আলমগীর, মোকারম হোসেন, নাজমুল হোসেন ও মাসুদ রানাসহ সংগীয় ফোর্স গোপন সংবাদের প্রেক্ষিতে ৭ অক্টোবর দুপুর আড়াইটার দিকে উত্তর চৌঘাট গ্রামের (হ্যাজাতিপাড়া) গ্রামের লাল মোহাম্মদের ছেলে গরু চোরাকারবারিদের গ্যাং লিডার আজিজুলের বাড়ী থেকে ১০ টি ভারতীয় গরু উদ্ধার করে পুলিশের আভিযানিক দল। এ সময় কুখ্যাত চোরাকারবারি আজিজুলের স্ত্রী আসমা বেগম (৩৮) ও গোলাম হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) কে আটক করা হয়। ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর ০৫, তারিখ-০৭/১০/২০২১ খ্রি.।
আলোকিত প্রতিদিন/ ০৮অক্টোবর,২০২১/ এইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here