ফেনীতে  হাইওয়ে সড়কে  ৩ শ্রমিক নিহত

0
257

প্রতিনিধি ,ফেনী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় লরিচাপায় প্রাণ গেছে তিন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাত ৯টার  দিকে মহাসড়কের সমিতি বাজার এলাকার ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-সাজু (২২)।তিনি  জামালপুরের ভাতৃপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে।  একই এলাকার মোতালেব হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২২) ও যুগারপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে জহিরুল ইসলাম (৫০)।

নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সবাই নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরীতে একটি জুতো কারখানায় কাজ করতেন।বৃহস্পতিবার ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তারা রাস্তায় বাসের  অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তিনজনের মরদেহ ও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া  জানান, এ ঘটনায় লরিতে থাকা নোয়াখালীর মাইজদী সদর এলাকার এনায়েত উল্লাহর ছেলে মহি উদ্দিনকে আটক করা হয়েছে। এছাড়া লরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকাবাসী- এই এলাকায় কিছুদিন পরপর সড়ক দুর্ঘটনার  প্রতিকারে ট্রাফিক ব্যবস্থাসহ  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের   দাবী করেন।

আলোকিত প্রতিদিন // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here