ফের সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের

0
335

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

আজ  শুক্রবার  সকালে নিয়মিত ব্রিফিং-এ তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত  একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোন সক্ষমতা দেখাতে পারেনি যে, আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।

বিএনপি তাদের জ্বালাও-পোড়াও ছন্দে ফিরছে উল্লেখ করে সেতুমন্ত্রী জানান,  বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। তিনি আর জানান, ভয় হতো, এই বুঝি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে, বাড়িঘরে হামলা হলো ৷ বিএনপি আবারও নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে উল্লেখ করে আ’লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক।

 

আলোকিত প্রতিদিন // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here