প্রতিনিধি, ধামইরহাট
বুধবার সন্ধ্যায় সারাদেশের ন্যায় ধামইরহাটের চকসুবল গ্রামে পালন হলো শ্রী শ্রী লক্ষ্মী পূজা। বাংলাদেশ সরকার, ধামইরহাট থানা প্রশাসন ও ধামইরহাট আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সহযোগিতায় সুন্দর ভাবে এ পূজা অনুষ্ঠিত হয়।এছাড়াও পূজা সফলে চক সুবল গ্রামের সকল মুসলিমদরে সহযোগিতা ছিল লক্ষণীয়। তারা বলেন, হিন্দু-মসলিম- খৃষ্টান আমরা ভাই ভাই। তাই ধর্ম নিয়ে তর্ক বা কোনো বিবাদ নেই ।তারা সকলে মিলে উৎসব করার আশ্বাস দেন । ফলে সুন্দরভাবে পূজা পালন হয়।
আলোকিত প্রতিদিন // আতারা