সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
386

প্রতিনিধি, সীতাকুণ্ড

চট্রগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায়  সাজ্জাদ হোসেন ফয়সাল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার  ২ টার দিকে উপজেলার  সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট-মিলস বিএম কন্টেইনার ডিপোর সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত যুবক খাগড়াছড়ি জেলার রামগড় বাজার এলাকার আবদুল মান্নান হোসেন চৌধুরীর ছেলে।এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিলেন । এসময় সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপো এলাকায় একটি (অজ্ঞাত) গাড়ি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে কোন গাড়ি চাপা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

 

আলোকিত প্রতিদিন // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here