প্রেম করে বিয়ে, অতঃপর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

0
391

প্রতিনিধি,সীতাকুণ্ড

চট্রগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে  স্বামী অভিধরের ছুরিকাঘাতে স্ত্রী যূথীকা সুত্রধর (২১) নামের এক গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুনের পরে অভিযুক্ত স্বামী অভিধর নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে ওই অভিযুক্ত স্বামী অভিধর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসদর এলাকার প্রেমতলা লোকনাথ আশ্রমের সংলগ্ন মালি বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সীতাকুণ্ড পৌরসদর কলেজ রোড প্রেমতলা লোকনাথ আশ্রম সংলগ্ন মালি বাড়ির রাম সূত্রধরের মেয়ে যূথীকা সূত্রধরের সাথে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অভিসূত্রধরের সাথে (বর্তমানে পৌরসদর এলাকায় স্বর্ণের দোকান ম্যানেজার) গত ২/৩ বছর আগে প্রেমের সম্পর্কে পারিবারিক অমতে  বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

বিবাহের কিছু দিন পর থেকে শ্বশুর বাড়ি যাওয়াসহ নানা সমস্যা নিয়ে স্বামীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। কিছুদিন স্বামী অভিধর অন্যত্র থাকলেও গত কয়েকদিন আগে আবারও শ্বশুর বাড়িতে এসে থাকা শুরু করেন। বুধবার দুপুরে খাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া-বিবাদ। এরই ধারাবাহিকতায় রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে প্রথমে স্ত্রী যূথীকা ধরকে গুরুতর আহত করে পরে নিজেই ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পড়েন। দরজা বন্ধ ঘর থেকে এক পর্যায়ে কান্নার শব্দ আসলে বাড়ির লোকজন গিয়ে আহতবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যূথীকা সূত্রধরকে মৃত ঘোষণা করেন এবং অভিযুক্ত স্বামী অভিধরকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কর হয়। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু অভিযুক্ত আসামি স্বামী অভিধর গুরুতরভাবে আহতবস্তায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাকে পুলিশি হেফাজতে রেখেছি। মূলত স্ত্রীকে হত্যার পর স্বামী ক্ষোভে নিজেই নিজেকে ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। আইনগত বিষয় শেষে অভিযুক্তকে আসামি করে আমরা হত্যা মামলা রুজু করবো।

আলোকিত প্রতিদিন // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here