সোস্যাল মিডিয়ায় ইসলাম প্রচার

0
387

আ.স.ম আ ল আ মী ন

কোরআন- সুন্নাহর মেসেজ প্রতিটি সেক্টরে পৌঁছে দেওয়ার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। আধুনিক যুগে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হলো সোস্যাল মিডিয়া। যার সাথে সম্পর্ক কোটি মানুষের, সোস্যাল মিডিয়ায় বসবাস করে ভালো – মন্দের সব শ্রেণীর মানুষ। তাই সোস্যাল মিডিয়ার সীমানাহীন প্লাটফর্মে চোখের গোনাহসহ সকল গোনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে ইসলাম প্রচার করা জায়েজ আছে। আল্লাহ তায়া’লা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তিনিই সেই মহান সত্তা যিনি তাঁর রাসূলকে হিদায়াত এবং ‘দ্বীনে হক’ দিয়ে পাঠিয়েছেন ,যাতে তিনি এ দ্বীনকে অন্য সকল দ্বীনের ওপর বিজয়ী করেন; চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন।( আস-সফ – ৯) ।এই আয়াত আমাদেরকে এ বার্তা দিচ্ছে যে, ইসলমকে অন্য ধর্মের উপর বিজয় করার জন্য হালাল পন্থায় সব কিছু ব্যবহার করা জায়েজ। যদিও বিষয়টি কাফেরদের কাছে অপছন্দ হয়, কিন্তু ইসলামকে বিজয় করার লক্ষ্যে সোস্যাল মিডিয়ায় দ্বীন প্রচার করতে গিয়ে যাদের গোনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য জায়েজ নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন ’।(সূরা নূর-৩০) । বর্তমানে ফেইসবুকে তো দৃষ্টি অবনত রাখা যায় না। তাই নিজের অজান্তে অনেক সময় ভালোর পরিবর্তে চোখের সামনে খারাপ কিছু ভেসে ওঠে। তখন আমাদের করণীয় সম্পর্কে রাসুল সা. ইরশাদ করেছেন, ‘হে আলী, তুমি দৃষ্টির পুনরাবৃত্তি করবে না, কারণ,প্রথম দৃষ্টি তোমার পক্ষে, কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য নয় ’।( সহীহ মুসলিম – ২১৫৯) ।সোস্যাল মিডিয়ায় গোনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকলে তার জন্য দ্বীন প্রচার করা জায়েজ নয়। রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন, ‘হে আয়েশা সামান্য পরিমাণ গোনাহ থেকেও তুমি নিজেকে পরিত্রাণ রাখবে, নিশ্চয়ই তা আল্লাহ তায়া’লা অনুসন্ধান করবেন। ( ইবনে মাজাহ)।সোস্যাল মিডিয়ায় সবচেয়ে ভয়ংকর বিষয় হলো আমাদের চোখের গোনাহ বেশী হয়। সে ব্যাপারে রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন,‘চোখের জিনা (হারাম) দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হলো (গায়রে মাহরামের যৌন উদ্দীপক) কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা (গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক) কথোপকথন। হাতের জিনা(গায়রে মাহরামকে) ধরা বা স্পর্শকরণ (সহীহ মুসলিম, -২৬৫৭)।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে গোনাহ মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুক! – আমিন!

লেখক: শিক্ষার্থী, মা’হাদুল ইকতিসাদ ওয়াল ফিকহীল ইসলামী

আলোকিত প্রতিদিন // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here