আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

আসন্ন বিরুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান ইদ্রিস আলী মুন্সী

-Advertisement-

আরো খবর

 শহিদুল্লাহ সরকার 
আসন্ন ৭নং বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হয়ে জনগণের পাশে দাঁড়াতে চান বিরুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস আলী মুন্সী। ১৯৮০ সন থেকে তিনি বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের রাজনৈতিক দলের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় যে কোন ধরনের মিটিং মিছিল সভা সমাবেশে তার উপস্থিতি লক্ষনীয়।বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অত্র ইউনিয়নের সাধারণ মানুষের পাশে সব সময় সুখে দুঃখে পাশে থাকতে তিনি আওয়ামীলীগের পক্ষ থেকে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সরেজমিনের তথ্য অনুযায়ী অধিকাংশ দলীয় নেতাকর্মী ইদ্রিস আলী মুন্সী কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সাধারণ মানুষের নিকট একজন ,,দানবীর,, হিসেবে পরিচিত।তিনি নির্বাচনি  প্রতিশ্রুতি অনুযায়ী  সাধারণ ভোটারদের মাঝে ত্রাণ বিতরণ দান অনুদান সহ সকল বিষয়ে গরীব দুঃখী মানুষের পাশে আছেন। বিরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন ইদ্রিস আলী মুন্সী দলের প্রানপ্রিয় নেতা আসন্ন ইউপি নির্বাচনে আমাদের নেত্রী যদি ইদ্রিস আলী মুন্সী কে দলীয় প্রতিক নৌকা  দেন তাহলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়নের উন্নয়নের কাজ করবেন বলে তিনি জানান।
আলোকিত প্রতিদিন/১৫ নভেম্বর,২০২১/আর এম
- Advertisement -
- Advertisement -