আলোকিত ডেস্ক
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে। আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাকে হারাতে হচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদও।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আওয়ামী লীগের বৈঠক সূত্র থেকে জানা গেছে ।
আতারা // এপি