চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন। বৃহস্পতিবার বেলা ৩টা ৩০মিনিটে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো.কামাল পারভেজ মিয়াজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ও আসন্ন পাথৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো. আলী আক্কাস মোল্লা, নৌকা প্রত্যাশী ও চেয়ারম্যান প্রার্থী মো. সোলায়মান প্রধান লিটন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বারৈয়ারা ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শাহজালাল মোল্লা, মেম্বার প্রার্থী মো. আলম খান, ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাতাপুকুরিয়া গ্রামের বর্তমান মেম্বার আব্দুর বারেক সরদার, হাজী মো. আব্দুল ওয়াদুধ প্রধান, ২ নং ওয়ার্ড বুধুন্ডা গ্রামের সাবেক মেম্বার মো. কামাল হোসেন, শাহ আলম মাস্টার, মাওলানা জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আব্দুল মান্নান প্রমুখ।৫০ মিনিটের খেলায় ট্রাইবেকারের মধ্যে বিজয়ী হয় নারিকেল তলা কিশোর একাদশ। ম্যান অব দা ম্যাচ অর্জন করেন মো. মেহেদী হাসান এবং ম্যান অব দা সিরিজ অর্জন করেন মো. রিয়াদ।দুই দলের খেলা শেষে প্রথম স্থান ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ পুরস্কার তুলেন দেন।খেলাটির সার্বিক পরিচালনা করেন মো ইব্রাহীম ভূঁইয়া অভি, মো. শামিম পাটোয়ারীসহ অন্যান্যরা।
আতারা //এপি