প্রতিনিধি, উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১নং থেতরাই ইউনিয়নের সকল বাজারসহ বেশ কিছু গ্রামে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত। রবিবার দুপুর থেকে উপজেলার থেতরাই ইউনিয়নের ফাসিদাহ বাজার, থেতরাই বাজার, জোবের বাজার, সাতদরগাহ বাজারসহ বেশ কয়েকটি গ্রামে বিট পুলিশিং উঠান বৈঠকের আয়োজন করা হয়। বিট পুলিশিং উঠান বৈঠকের আয়োজন করেন বাংলাদেশ পুলিশ উলিপুর থানা। পরিচালনা করেন থেতরাই ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত এস আই জনাব আতিকুর রহমান। তিনি বলেন, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি।
উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সার্বক্ষণিক সেবা দেয়ার জন্য পুলিশেরা পাশে আছে। আপনাদের যেকোন সমস্যা হলে আমাদের হেল্পলাইন মোবাইল নম্বর আছে সেই নম্বরে ফোন করলে আমাদের দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ তাৎক্ষণিক চলে আসবে। তিনি আরও বলেন, সমাজকে মাদক মুক্ত, চোর মুক্ত, বাল্যবিবাহ মুক্ত করতে সচেতন হতে হবে। এই ব্যাধিকে মুক্ত করতে হলে আপনাদের সাহায্য ছাড়া সম্ভব নয়। সমাজে যারা মদ সেবন করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের তথ্য হেল্পলাইন নম্বরে জানাবেন ,আপনাদের নাম গোপন রাখা হবে।এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি মো. আবুল কালাম আজাদসহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকগণ।
আতারা //এপি