ফরিদপুর ও রাজবাড়ী থেকে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

0
2064

প্রতিনিধি,ফরিদপুর

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে দেশব্যাপী বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ধুলদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের সদস্য চরশামনগরের মৃত আমজাদ মোল্লার ছেলে   কাওসার মোল্লা(২৭),ফুরসা গ্রামের শাহিদ মাতুব্বরের ছেলে ইয়াকুব মাতুব্‌বরকে  (২৩) আটক করে র‌্যাব।এর আগে র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সংবাদপত্র ও স্থানীয় তথ্যের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির কার্যক্রম বহুলাংশে বেড়েই চলেছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ নভেম্বর গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অন্যদিকে কোতয়ালী থানাধীন ফুরসা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অপর ৩ সদস্যকে আটক করে।ধৃতরা হলেন-আকুব্বর মাতুব্বরের ছেলে  ইমরান মাতুব্বর(২৫),হাবিব ফকিরের ছেলে  আব্দুল্লাহ(২০), ( উভয় সাং-বালিয়াগট্টি, থানা-সালথা, জেলা-ফরিদপুর) শাহাজাহান মোল্লার ছেলে রাহাত মোল্লা (২০) (সাং-পুকুরিয়া, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর)।

এ সময় তাদের নিকট হতে ৪ টি চোরাই মোটরসাইকেল, মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত ৯ টি সীমকার্ডসহ ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫,৬০০/- টাকা জব্দ করা হয়। আসামিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারবারী চক্রের সদস্য। তারা চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেইসবুকে স্বল্পমূল্যে মোটরসাইকেল বিক্রির লোভনীয় অফার দিয়ে সহজ সরল মানুষকে ঠকিয়ে চোরাই মোটর সাইকেল বিক্রয় করে থাকে।উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।

আতারা //এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here